কাদের মহিউদ্দীন : জেলা আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. স.ম গোলাম মোস্তফা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (০১ অক্টোবর) সাতক্ষীরা থেকে কুলিয়ায় ফেরার পথে আলিপুর পেট্রোল পাম্পের সামনে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে গুরুতর অসুস্থ হয়ে সাতক্ষীরার সিবি হাসপাতালে ভর্তি আছেন। তিনি মাথায় এবং পায়ে আঘাত পেয়েছেন। এ ঘটনায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সেক্রেটারি নজরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ তাকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করেছেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/