কাদের মহিউদ্দীন : দেবহাটায় পথের মাটি দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ জন। এ ঘটনায় আহতের ভাই দেবহাটা উপজেলার উত্তর সখিপুর গ্রামের মৃত নরেন্দ্র নাথ মন্ডলের ছেলে শংকর মন্ডল (৫০) বাদী হয়ে দেবহাটা থানায় ৩ জনের নামে মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদীর বড় ভাই সম্ভুনাথ মন্ডলের উত্তর সখিপুরস্থ বাড়ির সামনে জনগণের চলাচলের পথের উপর মাটি দেয়াকে কেন্দ্র করে সৃষ্ট গোলাযোগে ইং ০৫-১০-২০২০ তারিখে বিকাল ৪ টার দিকে দক্ষিণ পারুলিয়া নিশ্চিন্তপুর গ্রামের নির্মল ভূঁইয়ার ২ ছেলে প্রভাস চন্দ্র ভূঁইয়া (৩০) ও সুভাষ চন্দ্র ভূঁইয়া (২৫) এবং একই গ্রামের অনাথ চক্রবর্তীর ছেলে সনৎ চক্রবর্তী মিলে লাঠি, রডসহ বিভিন্ন সরঞ্জামাদী নিয়ে বাদীর বসত বাড়িতে প্রবেশ করে এলোপাথাড়ীভাবে মারপিট করে। এতে বাদীর বড় ভাই সম্ভুনাথ মন্ডল মারাত্মক আহত হলে তাকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শংকর মন্ডল বাদী হয়ে উল্লেখিত ৩ জনের নামে ৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ (২) ধারায় দেবহাটা থানায় গত ০৬-১০-২০২০ ইং তারিখে ০২ নং মামলা দায়ের করেছেন। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় মামলা রেকর্ড করা হয়েছে। মামলা পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেবহাটায় প্রতিপক্ষের মারপিটে জখম-১, থানায় মামলা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/