Site icon suprovatsatkhira.com

দেবহাটায় ত্রাণ সামগ্রী বিতরণ

কাদের মহিউদ্দীন : দেবহাটায় অসহায়দের মাঝে জার্মান রাষ্ট্রদূত ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। রবিবার (২৫ অক্টোবর) সকাল ৯ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা মিনা ইনক্লুসিভ সোসাইটি ফর ডেভলপমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ও আয়োজনে উপজেলার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আম্পান ও করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশস্থ জার্মান দূতাবাসের ডেপুটি চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিস কনসটানজা জাহরিনজার। ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলী এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা। এছাড়াও সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মুনীর হোসেনসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মিনা নামের এই উন্নয়ন সংস্থাটি গত কয়েকদিন যাবৎ দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের জরিপ করে অসহায় ও গরিব মানুষদের বাছাই করে ১ হাজারেরও বেশি মানুষকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version