Site icon suprovatsatkhira.com

দেবহাটায় গরু চুরি মামলায় একজন গ্রেফতার

কাদের মহিউদ্দীন : দেবহাটায় গরু চুরি মামলায় মো. মোকলেছুর রহমান নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার হিরারচক এলাকার আমজাদ গাজীর ছেলে। থানা সূত্রে জানা গেছে, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে রবিবার (০৪ অক্টোবর) এসআই মো. হুমায়ুন কবির ও এএসআই সুজিত বিশ্বাস সঙ্গীয় ফোর্স এর সহায়তায় দেবহাটা থানাধীন হিরারচক গ্রাম থেকে মোকলেছুরকে গ্রেফতার করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, ‘গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version