নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় উপজেলা পর্যায়ের প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা ইমাম সমিতির সভাপতি আব্দুস সত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন প্রমুখ। এ সময় ইমামদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করার পাশাপাশি ধর্মীয় উসকানিতে কেউ সমাজের শান্তি নষ্ট না করতে পারে সে ব্যাপারে খেলায় রাখার কথা বলা হয়। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি নিয়ম মেনে চলার জন্য বিভিন্ন সময় মুসল্লিদের সাথে আলোচনা করার জন্য নির্দেশ দেওয়া হয়।
দেবহাটায় ইমাম সম্মেলন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/