অক্টোবর ২৫, ২০২০
দুর্গা পূজার মহানবমীতে এমপি রবির নেতৃত্বে আ.লীগ নেতাদের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি : শারদীয় দুর্গা পূজার মহানবমীতে সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রবিবার (২৫ অক্টোবর) সকালে সদরের বল্লী ইউনিয়নের শ্যামপুর পূজা মন্ডপ ও ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া পূজা মন্ডপসহ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং বিকালে সদরের ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর সার্বজনীন পূজা মন্দির, ব্রহ্মরাজপুর ইউনিয়নের ব্রহ্মরাজপুর সার্বজনীন পূজা মন্দির, ফিংড়ি ইউনয়নের বাংদহা সার্বজনীন পূজা মন্দির, উত্তর ফিংড়ি সার্বজনীন পূজা মন্দির, এল্লারচর সার্বজনীন নতুন পূজা মন্দির, আলিপুর ইউনিয়নের পূজা মন্ডপ ও ভোমরা ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় এলাকার হিন্দু ধর্মাবলম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় এমপি রবি তার বক্তব্যে বলেন, ‘শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগা ভাগি করে নিতে আজ আপনাদের মাঝে এসেছি। করোনার সংক্রমণ রোধে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সরকারি নির্দেশনা মেনে না চললে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন’। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চিফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি কাজী আকতার হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, ধুলিহর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (বাবু সানা), ঝাউডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মো. আজমল উদ্দিন, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, জেলা পরিষদের সদস্য ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, ফিংড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফর রহমান, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমার (ময়ুর ডাক্তার), সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার নিলীপ কুমার মল্লিক, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলাম, আব্দুল গনি, ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। এ সময় দলীয় ও পূজা মন্ডপে আগত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। 8,427,320 total views, 734 views today |
|
|
|