অক্টোবর ১৩, ২০২০
দরগাহপুরে ফুটবল টুর্নামেন্টে দেবাশীষ ফুটবল একাডেমী জয়ী
দরগাহপুর (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউÐের ৩য় খেলায় কয়রার খড়িয়া সবুজ সংঘকে ০-২ গোলে পরাজিত করেছে পাইকগাছার দেবাশীষ ফুটবল একাডেমী। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দরগাহপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ‘মাদককে না বলুন’ এ ¯েøাগানকে সামনে রেখে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৩য় খেলা অনুষ্ঠিত হয়। দরগাহপুর ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি শেখ মতলুবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা খাদ্য কর্মকর্তা শেখ ফিরোজ সিদ্দিকী, নায়েব আব্দুল মজিদ, শেখ সফিয়ার রহমান, শেখ আকরাম উদ্দিন, শেখ নূর মোহাম্মদ, প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, সাংবাদিক শেখ হিজবুল্লাহ ও শেখ আরাফাত, শেখ আরিফুর রহমান, শেখ আশারাফুল হক, মেম্বর শাহ আলম বাচ্চু, মিতু, রেজাউল ইসলাম কাজল, আব্দুল আহাদ অলিদ, মিরাজ উদ্দিন, শেখ বাদল, শফিকুল ইসলাম প্রমুখ। খেলার ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন ও আজমল হোসাইন। 8,960,022 total views, 15,772 views today |
|
|
|