কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের টিকেট পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টিকেটের তরুণ প্রজন্মের উদ্যোগে রবিবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯, ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। কাদাকাঠি ফুটবল একাদশ বনাম সাতক্ষীরা একাদশ এর মধ্যে ফাইনাল খেলায় সাতক্ষীরা ফুটবল একাদশকে ৩-০গোলের ব্যবধানে পরাজিত করে কাদাকাঠি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার ধারাভাষ্য পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা দিলীপ মন্ডল। খেলায় চাম্পিয়ন দলকে ২০ ইঞ্চি টেলিভিশন ও রানার্স আপ দলকে ১৬ ইঞ্চি টেলিভিশন পুরস্কার প্রদান করেন প্রাননাথ দাস। এছাড়া খেলার ম্যান অফ দ্যা ম্যাচ ও সেরা গোলদাতাকে পুরস্কৃত করা হয়। টিকেট পূর্বপাড়া মাঠের সভাপতি গনেশ মিস্ত্রির সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বাবু প্রানণাথ দাশ। খেলায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ভরত চন্দ্র, কুলিয়া ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক শফি আহমেদ, আ’লীগ নেতা রিদয় মন্ডল, মোজাম মোল্যা, বিশ্বনাথ দাশ, আজিজুল ইসলাম, আশিতোষ ও আক্তার হোসেন প্রমুখ। খেলার মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত ফুটবল প্রেমী খেলাটি উপভোগ করেন।
টিকেটে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কাদাকাঠি একাদশ চাম্পিয়ন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/