স্টাফ রিপোর্টার : সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া এলাকার ওয়ারিয়া জামে মসজিদের সামনে সড়ক দুর্ঘটনায় মুনসুর সরদার(৬০) নামে এক দিনমজুর নিহত হয়েছে। রবিবার (০৪ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা-কলারোয়া মহা-সড়কে দ্রæতগতির মোটরসাইকেলের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনসুর সরদার ওয়ারিয়া এলাকার সরদার পাড়ার মৃত ফজর সরদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মুনসুর সরদার বিকালে ওয়ারিয়া জামে মসজিদে আসরের নামাজ শেষে বাহির হয়ে রাস্তায় উঠলে পিছন দিক থেকে দ্রæতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সেখানে সে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/