Site icon suprovatsatkhira.com

জমি আছে ঘর নাই প্রকল্পের কাজ পরিদর্শনে জন-প্রশাসন সচিব ইউসুফ হারুন

নিজস্ব প্রতিনিধি : জমি আছে ঘর নাই প্রকল্পের অধীনে আশাশুনি উপজেলায় নির্মাণাধীন বাসগৃহের কাজ পরিদর্শন করেছেন জন-প্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন। ‘মুজিব বর্ষে গৃহহীন থাকবে না কেউ আর, আশ্রয়ণের অধিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ শীর্ষক ¯েøাগানকে সামনে রেখে রবিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার দুটি বাসগৃহের নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে জন-প্রশাসন সচিব জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল নাগরিকে বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যে জমি আছে ঘর নাই এমন পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়া এবং জমি নাই ঘর নাই এমন পরিবারকে খাস জমি প্রদান ও বাসগৃহ নির্মাণ করে দেওয়ার ঘোষণা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় আশাশুনিতে জমি আছে ঘর নাই এমন পরিবারকে নিজস্ব অর্থায়নে বাসগৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে’। বাসগৃহ পরিদর্শনকালে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান ও ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version