গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : ‘শিশুর দুটি ছোট্ট হাত, বই খাতাতেই পড়ে থাক’ এই ¯েøাগানকে সামনে নিয়ে শ্যামনগরের গাবুরায় মানবতার পাঠশালা উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকাল ১০ টায় গাবুরা সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে এ মানবতার পাঠশালার উদ্বোধন করা করেন সিডিও ইউনিটের উপজেলা সভাপতি স.ম ওসমান গনী সোহাগ। সংগঠনের গাবুরা ইউনিটের সভাপতি কবিরুল ইসলামের সভাপতিত্বে প্রায় অর্ধ শতাধিক কচিকাঁচা শিশুদের নিয়ে উদ্বোধনি ক্লাসে গাবুরা ইউনিটের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন (রনি), আশিকুর রহমান, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান বাদশা, মহিলা সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, আব্দুর রহমান, ফরিদ উদ্দিন মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকল শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শিশুদের মাঝে সিডিও ইয়ুথ টিম গাবুরা ইউনিটের পক্ষ থেকে ব্রাশ টুথ-পেস্ট ও সাবান বিতরণ করা হয়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/