খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আসছে বাঙালি হিন্দু সমাজের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব শারদীয় দুর্গা-উৎসব। আশাশুনির খাজরা ইউনিয়নে ১৩টি মন্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। মন্ডপে মন্ডপে চলছে পুজোর আগের আনুষ্ঠানিক সভা। পূজা ঘনিয়ে আসায় খাজরা ইউনিয়নের কারিগররা দম ফেলার সুযোগ পাচ্ছেন না। এখন চলছে বাঁশ, খড় আর কাঁদামাটি দিয়ে প্রতিমার অবকাঠামো তৈরি ও প্রলেপ ও রং দেয়ার প্রাথমিক কাজ। খাজরার রাউতাড়া গ্রামের মৃত অতুল কৃষ্ণ সানার ছেলে মৃৎ শিল্পী সুশান্ত কুমার সানা জানান, রাতদিন জেগে কঠোর পরিশ্রম করে তিনি ও তার সহযোগীরা এ প্রতিমা গুলো নির্মাণ করছেন। তিনি আরও জানান বর্তমান সারা বিশ্বে মহামারি করোনার কারণে ৬মাস যাবৎ কাজ ছিল না। খুব কষ্টে দিন কাটাতে হয়েছে। এ শিল্প থেকে যা আয় হয় তা দিয়ে সংসার চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। প্রতি বছর সরস্বতী এবং দুর্গা পূজায় তারা ব্যস্ত সময় পার করে থাকেন। এই দুটি মৌসুমের উপার্জিত অর্থ দিয়েই তাদের পুরো বছর পার করতে হয়। ভিন্ন পেশার অভিজ্ঞতা না থাকায় অভাব অনটন তাদের ঘিরে থাকে সার্বক্ষণিক। এদিকে খাজরা ইউনিয়ন ঘুরে দেখা গেছে, ১৩টি পূজা মন্ডবে এখন পূজা উদযাপনের প্রস্তুতি চলছে। খাজরা বাজার সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি শিবপদ মন্ডল ও ফটিকখালী সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি সঞ্জয় মন্ডল জানান, প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে।
খাজরার ১৩ মন্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/