ডেস্ক রিপোর্ট : ইলিশ মাছ রক্ষা কার্যক্রমকে আরও বেগবান ও টেকসই করার লক্ষ্যে প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য আইন অনুযায়ী ইলিশের সর্বোচ্চ প্রজনন মৌসুমে দেশের নির্দিষ্ট উপক‚লীয় এলাকায় ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্যোগে মা ইলিশ সংরক্ষণ অভিযানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ সকল জাহাজ, ঘাঁটি, স্টেশন, আউট-পোস্ট-সমূহ যৌথ ভাবে ইলিশ প্রজনন ক্ষেত্র সংরক্ষণ কার্যক্রম সফল করার লক্ষ্যে বুধবার (১৪ অক্টোবর) হতে আগামী ০৪ নভেম্বর পর্যন্ত (সর্বমোট ২২ দিন) সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়, বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ অভিযান পরিচালনা করবে। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. কমান্ডার শাহরিয়ার পারভেজ জানান, পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ ও জননিরাপত্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
কোস্ট গার্ডের উদ্যোগে মা ইলিশ সংরক্ষণ অভিযান কার্যক্রম শুরু
https://www.facebook.com/dailysuprovatsatkhira/