Site icon suprovatsatkhira.com

কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে সদর উপজেলা আ.লীগের বর্ধিত সভা: নেতা-কর্মীদের তোপের মুখে পন্ড

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে গঠনতন্ত্র বহির্ভূত সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা নেতা-কর্মীদের তোপের মুখে পন্ড হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে গঠনতন্ত্র বহির্ভূত সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আহŸান করা হয়। নেতৃবৃন্দ জানায়, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি সম্মেলনে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে। এই কমিটির সাধারণ সম্পাদক ও ২নং সহ-সভাপতি অন্য ১৩ জন সদস্যকে না জানিয়ে গঠনতন্ত্র বহির্ভূতভাবে টাকার বিনিময়ে জামাত-বিএনপি’র সদস্য ও একাধিক নাশকতা মামলার আসামিদেরকে সদর উপজেলা আওয়ামী লীগে অন্তর্ভূক্ত করে। সদর উপজেলা আওয়ামী লীগের ঊর্ধ্বতন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি না করে ৩ বার দলীয় নৌকা প্রতীকের বিরোধীতাকারী একজন অযোগ্য ব্যক্তিকে ভারপ্রাপ্ত সভাপতি করায় দলে বিশৃঙ্খলা ও দ্ব›দ্ব দেখা দেয়। যে কারণে বিক্ষোভ দেখা দেয় সদর উপজেলা আওয়ামী লীগে’। জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নিকট কমিটির বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের ঊর্ধ্বতন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম লিখিত অভিযোগ দিলে কেন্দ্রীয় কমিটি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতিকে ফোনের মাধ্যমে বলেন, যাচাই বাছাই না করা পর্যন্ত বিতর্কিত সদর উপজেলা আওয়ামী লীগের কমিটির সকল কার্যক্রম বন্ধ রাখতে বলেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অমান্য করে বর্ধিত সভা ডাকায় সদর উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সদস্যরা বর্ধিত সভা বয়কটের ঘোষণা দেয়। উল্লেখ্য, বর্ধিত সভা আহŸানের পত্রে সদর সংসদ সদস্যের না থাকায় এবং সভা মঞ্চের ব্যানারে সংসদ সদস্যের নাম অপমানজনকভাবে লিখিত হওয়ায় উপস্থিত নেতা-কর্মীদের মাঝে তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় সাতক্ষীরা সদর এমপি রবির হস্তক্ষেপ ও বলিষ্ঠ ভূমিকায় ব্যাপক সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বড় ধরনের কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বিতর্কিত গঠনতন্ত্র বহির্ভূতভাবে বর্ধিত সভা শুরুর প্রাক্কালে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের তোপের মুখে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী বিক্ষুব্ধ নেতা-কর্মীদের কোন প্রশ্নের সদুত্তর না দিতে পারায় বর্ধিত সভা বন্ধ ঘোষণা করেন নেতা-কর্মীরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version