Site icon suprovatsatkhira.com

কৃষ্ণনগরে ভেমরুলের কামড়ে একজনের মৃত্যু

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে ভেমরুলের কামড়ে জেহের আলী (৭২) নামে একজনের মৃত্যু হয়েছে (ইন্না…..রাজিউন)। বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্র জানায়, দুপুরে জেহের আলী বাড়ির পাশে ঘাস কাটতে যায়। বাগানের ভিতরে একটি গাছে থাকা ভেমরুলের চাক থেকে কয়েকটি ভেমরুল উড়ে এসে তাকে কামড় দেয়। তার চিৎকার শুনে ছেলেরা তাতে উদ্ধার করে বাড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে অবস্থার অবনতি হলে শ্যামনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। আছরের নামাজের পর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version