Site icon suprovatsatkhira.com

কুড়িয়ে পাওয়া নবজাতক দত্তক নিতে হিড়িক

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে রাস্তার পাশ থেকে কুড়িয়ে পাওয়া নবজাতক ছেলেটিকে দত্তক নিতে রীতি মত হিড়িক পড়েছে। ইতোমধ্যে অর্ধ-শতাধিক ব্যক্তি উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন। প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত আবেদন জমা দিয়েছেন ১৭ জন। বোর্ড বসিয়ে সবার আবেদন পর্যালোচনার পর শিশুটিকে কার কাছে দত্তক দেয়া হবে সে ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল জানান, গোলখালী মহা শ্মশানের সন্নিকটে একটি ব্যাগে পলিথিনে মোড়ানো সদ্য প্রসূত শিশুকে জীবিত অবস্থায় স্থানীয় পথচারীদের মাধ্যমে উদ্ধারের পর কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে শিশুটির পরিচর্যা চলছে। সে সম্পূর্ণ সুস্থ আছে। শিশুটিকে দত্তক প্রদানের ঘোষণা দেয়ার পর সোমবার সন্ধ্যা পর্যন্ত ১৭ টি লিখিত আবেদন জমা পড়েছে। এর মধ্যে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক দম্পত্তি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষিকা, ঠিকাদার, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। সন্তান ধারণে অক্ষম ও আর্থিক ভাবে স্বচ্ছল পরিবার যাতে ছেলেটিকে দত্তক নিয়ে সুন্দরভাবে লালন পালন করতে পারেন সে ব্যাপারে উদ্যোগ নেয়া হয়েছে। খুব শীঘ্রই বোর্ড বসিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এর আগ পর্যন্ত দত্তক নিতে আগ্রহীদের আবেদনপত্র জমা নেয়া হবে। স্থানীয়রা জানান, প্রশাসন একটি স্বচ্ছল পরিবারে শিশুটিকে দত্তক দিলে সে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে নিজের অনাকাক্সিক্ষত জন্মগত কষ্টের বিষয়টি ভুলে যাবে। তবে কাদের মাধ্যমে প্যাকেটের মধ্যে শিশুটি ঠাঁই হয়েছে সেটি খুঁজে বের করতে প্রশাসনের প্রতি আহŸান জানিয়েছেন তারা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
error
fb-share-icon
Exit mobile version