কাদের মহিউদ্দীন : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. ইমাদুল ইসলাম ও প্যানেল চেয়ারম্যান মো: আসাদুল ইসলামের নামে অপপ্রচারে নিন্দা জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকাল ৩টায় কুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা নুরুল মমিন, ইউপি সদস্য বিকাশ সরকার, ভরত চন্দ্র সরকার, অচিন্ত কুমার মন্ডল, প্রেম কুমার, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা। এ সময় কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইমাদুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইউনিয়নের হাজারও মানুষের উদ্দেশ্যে কথা বলেন এবং কুলিয়া ইউনিয়নের পূর্বের অবস্থান আর বর্তমান অবস্থান তুলে ধরেন। তার কথা শুনে হাজারও মানুষের করতালি ও ¯েøাগানে মুখরিত হয়ে উঠে ইউনিয়ন পরিষদ চত্বর। এ সময় ইউপি সদস্যা ফাতেমা খাতুন, শিরিনা রসুল, শ্যামলী রাণী, সদস্য রওনক-উল-ইসলাম রিপন, আমিরুল ইসলাম, দেবহাটা উপজেলা আ’লীগের প্রস্তাবিত কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক সামছুজ্জোহা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশুতোষ সরকার, কুলিয়া বাজার কমিটির সভাপতি এস এম মজনুর রহমান, আ’লীগ নেতা দিলীপ কুমার, মোসলেম মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।
কুলিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/