Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আল-আমিন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের আব্বাস আলী গাজীর ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ‘অভিযুক্ত আল-আমিন স্কুল ছাত্রীর চাচার দোকানে কাজ করত। এর ফলে সে প্রায়ই ভুক্তভোগীদের বাড়িতে যাতায়াতের সুযোগে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকে। গত ৯ অক্টোবর এক আত্মীয়ের বাড়িতে একা থাকার সুযোগে আল আমিন ঘরের ভেতর প্রবেশ করে ছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকে। এ সময় স্কুল ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আল-আমিন ঘটনাস্থল থেকে দ্রæত পালিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version