Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে শিশু কন্যা সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে উম্মে নাইমা নামে ৫ বছর বয়সী শিশু কন্যা সন্তানসহ নাজমুন নাহার রিমি (২৩) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামের মোহাম্মদ লুৎফর রহমানের ছেলে মনিরুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি সূত্রে জানা যায়, উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামের মোহাম্মদ লুৎফর রহমানের ছেলে মনিরুল ইসলাম (৩১) এর সাথে ৬ বছর পূর্বে ইসলামি শরিয়ত মোতাবেক শ্যামনগর উপজেলার রমজানগর ইউনিয়নের সোনাখালি গ্রামের নুরুজ্জামানের মেয়ে নাজমুন নাহার রিমির বিয়ে হয়। গত ১১ অক্টোবর রাত ১০ টার দিকে মনিরুল ইসলাম ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী রিমি শিশু সন্তান নাইমাকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর তার কোন সন্ধান মেলেনি। পরবর্তীতে স্বামী মনিরুল ইসলাম কালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন (যার নম্বর-৪৯৭, তারিখ-১৩/১০/২০)।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version