Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ কান্তি মন্ডল (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি চন্দন মন্ডলের ছেলে। থানা সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮ টার দিকে তরুণ কান্তি মন্ডল নিজ বাড়িতে বৈদ্যুতিক প্লাগ লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী জানান, তরুণ কান্তি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
error
fb-share-icon
Exit mobile version