Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের আহ্বায়ক কমিটির অনুমোদন

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি : ‘যত মত তত পথ, হিন্দু স্বার্থ একমত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কালিগঞ্জ উপজেলা শাখার আহŸায়ক কমিটি গঠিত হয়েছে। জেলা শাখার সভাপতি মিলন বিশ্বাস ও সাধারণ সম্পাদক পার্থ মিত্র স্বাক্ষরিত পত্রে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। কমিটির আহŸায়ক মনোনীত হয়েছেন প্রসেনজিৎ হালদার, সদস্য সচিব অভিজিৎ অধিকারী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহŸায়ক সাংবাদিক বাপ্পী সরকার, শুভ দাশ, সমরেশ ঘোষ, বিদেশ সরকার, মিলন দাশ, সুমন দেবনাথ, রাহুল, বিপুল সরকার। সদস্য যথাক্রমে অমিত গাইন, দীপংকর দাশ, প্রিতম দাশ, দিপংকর দাশ, সজল সরকার, রাকেশ সরকার, অনিক পাল, সদানন্দ, দেবব্রত, রাকেশ, প্রসেনজিৎ, দীপ মন্ডল, স্বপন দেবনাথ, জয়ন্তপাল, তাপস সরকার, রাহুল, আকাশ, সমরেশ ঘোষ ও পিযুষ সরকার।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version