নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের পিডিকে মিতালী সংঘ আয়োজিত চার দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। রতনপুর ইউনিয়নের কদমতলা ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় পিডিকে মিতালী সংঘ ১-০ গোলের ব্যবধানে কাশিবাটি ওভি স্যাটেলাইট ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী হিসেবে ছিলেন মাহবুব এলাহী সোহাগ, মুরশিদ এলাহী বাবু ও মঞ্জু আফিফা। পিডিকে মিতালী সংঘ’র সভাপতি গাজী আব্দুর রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান আব্দুল অহেদ, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম বিল্ল্যাহ সুজন প্রমুখ। মিডিয়া পার্টনার হিসেবে খেলাটি সরাসরি সম্প্রচার করে ‘সময় নিউজ ২৪ ডটকম’। আগামি ১৫ অক্টোবর ফাইনাল খেলায় পিডিকে মিতালী সংঘ ও শ্যামনগর ফুটবল একাডেমি পরস্পর মুখোমুখি হবে।
কালিগঞ্জে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় পিডিকে মিতালী সংঘ বিজয়ী
https://www.facebook.com/dailysuprovatsatkhira/