Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় স্বলাই পানি প্রকল্পের কাজের শেষ পর্যায়

কলারোয়া (পৌর) প্রতিনিধি : বহু প্রত্যাশিত কলারোয়া পৌরসভার স্বলাই পানি প্রকল্পের অধিকাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। পৌরবাসীর চাহিদা অনুযায়ী ৯টি ওয়ার্ডে আয়রন ও আর্সেনিক মুক্ত পানি সরবরাহের লক্ষে ২০১৭ সালে প্রকল্পের কাজ শুরু হয়। তবে নানান প্রতিক‚লতার ভিতর হাটি হাটি করে প্রকল্পের কাজ সমাপ্তের পথে। এ বিষয়ে কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল জানান, ‘যেহেতু নির্মাণাধীন কাজ শেষ পর্যায়। প্রাথমিক পর্যায়ে পৌরসভার শহর কেন্দ্রিক ২শ’ জনের পানির আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বাসগৃহে পানির লাইন সংযোগের কাজ চলমান আছে। আশা করা যাচ্ছে নভেম্বর মাসের ভিতরে ২শ’ জনের বাড়িতে পানি পোঁছিয়ে যাবে। পরে পর্যায়ক্রমে পৌরবাসী সবাই পানির সুবিধা পাবে। এই প্রকল্পের মাধ্যমে পৌরবাসীর কাক্সিক্ষত স্বলাই পানির চাহিদা মেটাবে’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version