ডেস্ক রিপোর্ট : “মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই ¯েøগানে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন। এ সময় জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং ফোরামের জেলা সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সদস্য সচিব ডা. মোনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তানজিল্লুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোজাফ্ফর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলার জোৎ¯œা আরাসহ জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বাস টার্মিনাল থেকে একটি র্যালি বিভাগীয় পুলিশ কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিনের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনে আলোচনা সভায় এস মিলিত হয়। এ সময় জেলা পুলিশিং এর সেরা সদস্যদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।