Site icon suprovatsatkhira.com

ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল্যাহ আল মামুন জনগনের কাছে দোয়া চেয়েছেন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শ্যামনগরের ১২ নং গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা, যুবনেতা ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, মাদক বিরোধী যুব ফাউন্ডেশন, সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সহ-সভাপতি আব্দুল্যাহ আল মামুন জনগনের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ব্যস্ত সময় কাটছে জনগনের পাশে থেকে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ টানা ১০ বছর ক্ষমতায় থেকে দেশের যে উন্নয়ন করেছে জনসম্মুখে তা তুলে ধরা হচ্ছে নানানভাবে। প্রতিটি নির্বাচনেই চায়ের দোকানগুলোতে মানুষের ভিড় থাকে। আর এ চায়ের দোকানে সব বয়সী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আনাগোনা থাকে। ফলে ভোটাররাও প্রার্থীদের নিয়ে নানান সমালোচনা করার সুযোগ পান। কেমন প্রার্থীকে তারা আগামীতে দেখতে চান এবং কেমন প্রার্থীকে ভোট দেবেন তা নিয়ে মূলত আলোচনা। গ্রামের কর্মীজীবী মানুষরা চায়ের দোকানে ভিড় করেন সকাল ও সন্ধ্যায়। চা খেতে খেতে টেলিভিশনে সিনেমা দেখা। সঙ্গে চলে ভোটের আলোচনা। ভোটাররা বলছেন, অন্যান্য ইউনিয়নের তুলনায় ১২ নং গাবুরা ইউনিয়ন এখনো অনেক পিছিয়ে। তাই আগামীতে যারা ইউপি চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হবেন তারা গাবুরা ইউনিয়নের উন্নয়ন নিয়ে ভাববেন। গাবুরা ইউনিয়নের বাবুল হোসেন বলেন, নির্বাচন আসলে সব প্রার্থী এলাকার উন্নয়ন করবে বলে নানান প্রতিশ্রæতি দিয়ে থাকেন। কিন্তু নির্বাচনের পর এলাকায় তাদের দেখা পাওয়া দায়। আমরা একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে চাই। যারা তৃণমূল মানুষের দুঃখ-বেদনা বুঝবেন।

চেয়ারম্যান প্রার্থী আব্দুল্যাহ আল মামুন বলেন, আমি জনগনের সমর্থ্য হয়ে ইউপি নির্বাচনে দাঁড়িয়েছি। জনগন আমাকে যোগ্যমনে করেছে বলে আমার পাশে তারা রয়েছে।  যদি চেয়ারম্যান নির্বাচিত হয় তাহলে গাবুরা ইউনিয়নকে উন্নয়ন করবো। আপনারা আমার জন্য সবাই দোয়া করেবেন, আমি যেন আজীবন আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version