অক্টোবর ১৩, ২০২০
আশাশুনিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ই-নথি বিষয়ক কর্মশালার উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুই দিনব্যাপী ই-নথি বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালাটির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। কর্মশালার উদ্বোধন কালে প্রধান অতিথি বলেন- ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০-২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নের লক্ষে রাষ্ট্রের সকল সেবাকে সহজে পেতে ই-নথি সেবা অগ্রণী ভূমিকা পালন করবে। জনগণের সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকি বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক প্রমুখ। 8,953,171 total views, 8,921 views today |
|
|
|