নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল ১১টায় আশাশুনি এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত বৈদ্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আশাশুনি থানা অফিসার ইনচার্জ গোলাম কবির, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, দিপঙ্কর সরকার দীপ প্রমুখ। সভায় করোনা মহামারির মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে উৎসব পালনের দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়। মতবিনিময় সভায় উপজেলার ১১টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি-সম্পাদক, উপজেলার ৯৯টি পূজা মন্দিরের কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আশাশুনিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময়
https://www.facebook.com/dailysuprovatsatkhira/