অক্টোবর ৬, ২০২০
আশাশুনিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৫
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছেন। আহতদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আনুলিয়া ইউনিয়নের ঘাসটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মৃত কার্ত্তিক সরকারের ছেলে কোমল কান্তি সরকার জানান, প্রতিপক্ষ হরিদাস সরকার (৬০) এর সাথে দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারা মনিপুর মৌজার নালিশী জমি নিয়ে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে মামলায় পরাজিত হয়ে আমার দখলীয় জমি জবর দখলের পাঁয়তারা করে আসছিল। তারই জের ধরে ঘটনার দিন মঙ্গলবার সকালে জোর করে আমার জমিতে ঢুকে ঘেরা-বেড়া কাটতে থাকে। আমি বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ হরিদাস সরকার, ছেলে ব্রজেন্দ্র তাদের লাঠিয়াল একই গ্রামের মনোতোষ, ভবতোষ, উপেন, পবিত্রসহ প্রায় ২০ জন দা, লাঠিসোঁটা নিয়ে আমাকেসহ আমার ছেলে সুকুমার, ঘনশ্যাম, ভাইপো বিকাশ ও জয়ন্তকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। আমাদের ডাক-চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ঘটনাস্থলে এসে আমাদের উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় আইনানুগ শাস্তির আবেদন করে দোষীদের বিরুদ্ধে এজাহার দাখিল করা হয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, ‘অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে’। 8,956,766 total views, 12,516 views today |
|
|
|