অক্টোবর ২, ২০২০
আশাশুনিতে ই-মোবাইল কোর্টে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শনের বিরুদ্ধে অভিযোগ দাখিল
নিজস্ব প্রতিনিধি : তামাক কোম্পানির বিজ্ঞাপণ বন্ধে, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষে আশাশুনির বিভিন্ন হাটে-বাজারে তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন প্রদর্শনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ই-মোবাইল কোর্টে অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার (০২ অক্টোবর) সকাল থেকে আশাশুনির বিভিন্ন হাটে-বাজারে দি ইউনিয়ন ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের সার্বিক সহযোগিতায় মৌমাছি’র বাস্তবায়নে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এনজিও মৌমাছি’র পরিচালক জানান, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু বাজারে মুদিখানা ও চায়ের দোকানে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন করতে দেখা যাচ্ছে। যা জনকল্যাণে প্রণীত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন এর ৫ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। কিন্তু জেলার সব বাজারে বিভিন্ন তামাকজাত পণ্যের দোকানগুলোতে এই অবৈধ বিজ্ঞাপনে সয়লাব হয়ে গেছে। এভাবে চলতে থাকলে ২০৪০ সালের মধ্যে ‘বাংলাদেশকে ধূমপানমুক্ত ঘোষণা করা’ প্রধানমন্ত্রীর লালিত সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে না। দোকানের মধ্যে সিগারেটের ব্যানার, পোস্টার, স্টিকার, ফ্লেয়ার, উইন্ডো এগুলি কমন বিজ্ঞাপণ হিসাবে দেখা গেছে। এর সাথে বিলবোর্ড, ক্যাশবাক্স, প্রমোশনাল স্টিকারসহ প্রায় ১৮ ধরনের বিজ্ঞাপণ প্রচার করছে। এই সকল অবৈধ বিজ্ঞাপন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী পদক্ষেপ কামনা করছি। 8,955,133 total views, 10,883 views today |
|
|
|