Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির প্রতাপনগর ইউনিয়নে ভূগর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামের আইয়ুব আলী গাজীর ছেলে হাফিজুল ইসলামকে ড্রেজার মেশিন দিয়ে ভূগর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার মেশিন জব্দ করা হলে সে আর করবে না বলে মুচলেকা প্রদান করলে সেগুলি ছেড়ে দেওয়া হয়। এ সময় পুলিশ সদস্য, অফিস সহকারী আব্দুর রশিদ উপস্থিত ছিলেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলজিএসপি-৩ এর আওতায় ৩ লক্ষ টাকা বরাদ্দকৃত প্রতাপনগর সরদারবাড়ি কবরস্থান থেকে জব্বার সরদারের বাড়ি পর্যন্ত একটি নির্মাণাধীন রাস্তার কাজ পরিদর্শন করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version