অক্টোবর ৬, ২০২০
অবাধ নারী শিশু নির্যাতনের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি : সারাদেশে পালাক্রমে ধর্ষণ ও অবাধ নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে এবং এর সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলার শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের সহযোগী সংগঠন সিডিও নারী উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্রের আয়োজনে মঙ্গলবার (০৬ অক্টোবর) বেলা ১১ টায় বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সিডিও ইয়ুথ টিম, শ্যামনগর উপজেলা ইউনিটের সহ-সভাপতি মো. আনিছুর রহমান। সিডিও ইয়ুথ টিম আটুলিয়া ইউনিটের সভাপতি এবং সিডিও নারী উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্রের নেত্রী শিরীন সীমা’র সভাপতিত্বে এবং শ্যামনগর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে ধর্ষকদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ কলেজ ইউনিটের সভাপতি সুমাইয়া আক্তার ময়না, বুড়িগোয়ালিনী-গাবুরা বিজি কলেজ ইউনিটের শিক্ষা বিষয়ক সম্পাদিকা রাবেয়া সুলতানা, আটুলিয়া ইউনিটের শিক্ষা বিষয়ক সম্পাদিকা সুমাইয়া সুলতানা, পদ্মপুকুর ইউনিটের ময়না পারভীন, কাশিমাড়ী ইউনিটের রুমা পারভীন প্রমুখ। ধর্ষকদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, আমরা একের পর এক ধর্ষণ দেখছি আর আতঙ্কিত হচ্ছি। যদি আমরা প্রত্যেক ধর্ষকের বিচার ও শাস্তি দেখতাম তাহলে হয়তো ধর্ষণের ঘটনা ২০২০ সালে পূর্বের বছরের চেয়ে দ্বিগুণ হতো না। কিন্তু আইনে ভিকটিমের মৃত্যু না হলে মৃত্যুদÐের কোনো বিধান নেই। কাজেই আজ ধর্ষণ যেভাবে মহামারি রূপ নিয়েছে, সেটি বন্ধ করতে হলে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড রেখে আইন প্রণয়ন করা প্রয়োজন। অন্যদিকে ধর্ষণের ঘটনায় যতগুলো মামলা হয়, ততগুলো মামলার শেষ পর্যন্ত বিচার হয় না। সমীক্ষায় দেখা গেছে মাত্র তিন শতাংশ মামলা বিচারের মুখ দেখে। বিচার-হীনতার এ অপসংস্কৃতি থেকে বেড়িয়ে আসা জরুরি। সমাবেশে অন্য বক্তারা বলেন, নারী-শিশু ধর্ষিত হলে সেই নারী বা শিশুকে প্রশ্নে জর্জরিত না করে কেন দেশে ধর্ষকের সংখ্যা বাড়ছে, সেটার দিকে মনোযোগ দেওয়া দরকার। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে তাদের প্রতি অধস্তন মনোভাব দূর করতে হবে, ভোগের মানসিকতা দূর করতে হবে। নারীদের পণ্য হিসেবে ব্যবহার করা বন্ধ করতে হবে। সিনেমা, পোস্টার, নাটক, সাহিত্যে তাদের অশ্লীলভাবে উপস্থাপন বন্ধ করতে হবে। শুধু নারীরা নয়, প্লাকার্ড হাতে উপজেলা ইউনিটের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সাবেক সদস্য মেহেদী হাসান, ফয়সাল হোসেন, সদর ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক মো. মিয়ারাজ হোসেন, শ্যামনগর সদর ইউনিটের সভাপতি মিলন হোসেন, কাশিমাড়ী ইউনিটের সাংগঠনিক সম্পাদক হোসাইন মোহাম্মদ, মহসিন কলেজ ইউনিটের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাকিল হোসেন প্রমুখ। মানববন্ধনে একাত্মতা প্রকাশ ও সমর্থন জানিয়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সাগর, জলবায়ু পরিষদের পিযুষ বাউলিয়া পিন্টু, আল সামস মিঠু, উৎপল কুমার মন্ডল। 9,028,039 total views, 4,587 views today |
|
|
|