Site icon suprovatsatkhira.com

অনলাইনের অপব্যবহারে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে শেয়ারিং মিটিং

স্টাফ রিপোর্টার : অনলাইনের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন পরিস্থিতি বিশ্লেষণের ভিত্তিতে মাঠ পর্যায়ে জরিপ পর্যালোচনা প্রতিবেদনের উপর সাতক্ষীরায় শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) অগ্রগতি সংস্থার আয়োজনে অগ্রগতি সংস্থার ট্রেনিং সেন্টারে এ মিটিংয়ের আয়োজন করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যে কোন সমস্যা চিহ্নিত করতে হলে সেই সমস্যার মূলে যেতে হবে। তাছাড়া ইন্টারনেট ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য ও অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। বিশ্বায়নের যুগে ইন্টারনেট ব্যবহার পরিহার করা সম্ভব নয়।যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য অভিভাবকদের সচেতন হতে হবে। অভিভাবক নিজে যদি ইন্টারনেট ব্যবহারে যতœবান হন তাহলে এর অপব্যবহার কমে যাবে। পরিবারই একটি শিশুর প্রথম শিক্ষা কেন্দ্র এবং এরপর বিদ্যালয়সমূহ থেকে শিশুরা শিখে থাকে। তাই অভিভাবক এবং শিক্ষকদের দায়িত্ববান এবং সচেতন হতে হবে। আর যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে সবাই সম্মিলিতভাবে তার মোকাবেলা করতে হবে’। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, জেলা তথ্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ (অব:) অধ্যাপক আব্দুল হামিদ, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ (অব:) সুভাষ চন্দ্র ঘোষ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস ইনচার্জ শেখ রফিকুল ইসলাম, সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো. আলাউদ্দীন ফারুকী প্রিন্স, পাটকেলঘাটা হারুন-উর-রশিদ কলেজের অধ্যাপক মো. আরশাদ আলী, আশাশুনি সরকারি কলেজের অধ্যাপক ক্যাপ্টেন মো. ইসাহক আলী, সাতক্ষীরা সরকারি স্কুলের শিক্ষক (অব.) প্রভাষ চন্দ্র বিশ্বাস, কুমিরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ঝর্ণা রানী, কালিগঞ্জ শিশু সুরক্ষা ফোরামের সভাপতি হরিদাস ঘোষ, সহ-সভাপতি গোলাম মোস্তফা, লাবসা ইমদাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাজান আলী, নগরঘাটা কবি নজরুল বিদ্যা পীঠের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম সহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোজেক্ট কো-অর্ডিনেটর মাসুম বিল্লাহ সোহাগ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version