অক্টোবর ৬, ২০২০
সিডিও মানবতার পাঠশালায় বই উপহার দিলেন পুলিশ সুপার
নিজস্ব প্রতিনিধি : সিডিও মানবতার পাঠশালায় বই উপহার দিয়েছেন পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুর ২টায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সিডিও ইয়ুথ টিমের সহযোগী প্রতিষ্ঠান সিডিও মানবতার পাঠশালায় অধ্যয়নরত অনাথ, অসহায়, এতিম ও দরিদ্র পথ শিশুদের কাছে ‘বঙ্গবন্ধু জীবন, সংগ্রাম ও আত্মত্যাগ’ তুলে ধরতে তিনি ৫০ টি বাতিঘর বই তুলে দেন। সংগঠনের পক্ষে বইগুলো গ্রহণ করেন সিডিও ইয়ুথ টিম, শ্যামনগর উপজেলা ইউনিটের সভাপতি স. ম ওসমান গনী সোহাগ। এ সময় সিডিও ইয়ুথ টিম, বুড়িগোয়ালিনী ইউনিটের সভাপতি মামুনুর রশীদ সুমন উপস্থিত ছিলেন। বই বিতরণকালে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সিডিও ইয়ুথ টিমের ভূয়সী প্রশংসা করে বলেন, সাতক্ষীরার মধ্যে যেসব স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তার মধ্যে সিডিও ইয়ুথ টিম বিভিন্ন দুর্যোগে ভালই কাজ করেন। গত বুলবুল এবং আম্পানে দুর্যোগপ্রবণ এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদে আনার ক্ষেত্রে পুলিশের সাথে সহযোগী হয়ে অনেক কৃতিত্বের সহিত কাজ করেছেন। পাশাপাশি তিনি সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। 8,953,595 total views, 9,345 views today |
|
|
|