নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে সাংবাদিক এমএম সাহেব আলীর মা ছবিরন বিবি’র (৭২) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল ১০টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন মরহুমার পৌত্র হাফেজ সৌরভ হোসেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি,এম আল ফারুক, শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, সাবেক ছাত্রনেতা হোসেনুজ্জামান হোসেন, আশাশুনি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আবু জাহেদ আব্দুল্লাহ, মুক্তিযোদ্ধা আব্দুল করিম, আশাশুনি পুরাতন মসজিদের ইমাম শিক্ষক আবুজার গিফারী, মাও. আবুল কাশেমসহ সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসুল্লীবৃন্দ জানাজা নামাজে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, সাংবাদিক এমএম সাহেব আলীর মা আশাশুনি সদরের মৃত আব্দুল মজিদ মোড়লের স্ত্রী ছবিরন বিবি দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (০৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক সাহেব আলীর মায়ের দাফন সম্পন্ন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/