নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক কাফেলা পত্রিকার নূরনগর ইউনিয়ন প্রতিনিধি পলাশ দেবনাথকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। সোমবার (০৫ অক্টোবর) দিবাগত রাতে থানা পুলিশ সাংবাদিক পলাশকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সাংবাদিক পলাশ দেবনাথের জমির উপরে লাগানো প্রতিবেশী শীবপদ দেবনাথের ছেলে অনিল কুমার দেবনাথের কুমড়া গাছ কাটা নিয়ে প্রতিবাদ করলে অনিল কুমার ক্ষিপ্ত হয়ে পলাশ দেবনাথ সহ তার পরিবারের চাঁর জনের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেন। চাঁদাবাজির ওই মামলায় সাংবাদিক পলাশকে গ্রেফতার করছে পুলিশ। শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা ঘটনা নিশ্চিত করে জানান, “আদালতের ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে গ্রেফতার করেছে”। এদিকে, “চাঁদাবাজি মামলার বাদী অনিল কুমার এলাকায় প্রভাব বিস্তার করতে এই মামলাটি দায়ের করেছেন বলে এলাকা বাসি সূত্রে জানা গেছে। চাঁদাবাজি মামলা হওয়ায় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং মিথ্যা মামলা দ্রæত প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিভিন্ন পত্রিকার কর্মরত সাংবাদিকরা।
সাংবাদিকের নামে চাঁদাবাজি মামলা: শ্যামনগরে নিন্দা ও প্রতিবাদ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/