অক্টোবর ৩, ২০২০
শ্যামনগরে ঠিকাদারকে পিটিয়ে জখমের অভিযোগ
ডেস্ক রিপোর্ট : শ্যামনগরে দাবিকৃত চাঁদা না পেয়ে সাইফুল ইসলাম নামে একজন সহকারী ঠিকাদারকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে কালিগঞ্জে বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাই মামলার আসামি মামুনের বিরুদ্ধে। শুক্রবার (০২ অক্টোবর) রাতে নীলডুমুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই ঠিকাদার জানান, ‘উপজেলার বাদঘাটা গ্রামের মৃত বাকি বিল্লার ছেলে বিকাশের টাকা ছিনতাই মামলার জেলখাটা আসামি মামুন ও তার সঙ্গীরা আবারো বেপরোয়া হয়ে উঠেছে। তারা কয়েকদিন আগে তার কাজের সাইটে গিয়ে চাঁদা দাবি করে এবং বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে। তাদের দাবিকৃত ৫০ হাজার টাকা চাঁদা দিতে রাজি না হওয়ায় শুক্রবার রাত ৮টার দিকে মামুন ও তার কয়েকজন সহযোগী হঠাৎ আমার উপর লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। আমার কাছে থাকা ৩৫ হাজার টাকা এ সময় তারা নিয়ে পালিয়ে যায়। তারপর স্থানীয়রা আমাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে’। ওই ঠিকাদার আরও জানান, ‘এ ঘটনায় নিজে বাদী হয়ে মামুন ও আলামিনকে আসামি করে শ্যামনগর থানায় এজাহার দায়ের করেছেন’। এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, ‘আমি এখনও পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে’। 8,006,352 total views, 1,252 views today |
|
|
|