অক্টোবর ১৩, ২০২০
শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ‘দুর্যোগ ঝুঁকি-হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২০) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস.এম আতাউল হক দোলন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর সংক্রমণ রোধে অনলাইন ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার। উপজেলা প্রশাসন, শ্যামনগরের আয়োজনে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. শাহিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান সাগর, সিনিয়র সাংবাদিক মো. আবু সাঈদ, বারিসক এর যুব সংগঠক মো. ফজলুল হক, ফ্রেন্ডশিপ এর মিজানুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের আশীষ হালদার, উপজেলা জনসংগঠন এর সভাপতি শেখ সিরাজুল ইসলাম, প্রগতির পিযুষ বাউলিয়া পিন্টু, শ্যামনগর উপজেলা সিডিও ইয়ুথ টিমের সভাপতি স.ম ওসমান গনী সোহাগ, সিসিডিবির দানেষ আলী মন্ডল, ডিআরআরএ’র সায়লাতুল হক বাঁধন, জলবায়ু পরিষদের কুমুদ রঞ্জন গায়েন, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর তৈয়েবুর রহমান প্রমুখ। 8,959,135 total views, 14,885 views today |
|
|
|