Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে অনলাইনে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্যামনগর অফিস : ‘যুক্তির আলোয় ঘুচে যাক অন্ধকার-মুজিব বর্ষে এই হোক অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী-২০২০ উদযাপন উপলক্ষে শ্যামনগরে অনলাইনে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) নকিপুর গার্লস স্কুলে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কৈশোর কর্মসূচির সংস্কৃতি ও ক্রীড়া কর্মকাÐের আর্থিক ও কারিগরি সহায়তায় এবং নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর বাস্তবায়নে অনলাইন বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। শ্যামনগর উপজেলার ১০ টি স্কুল ফোরামের সমন্বয়ে অনলাইন বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারী এবং মডারেটর উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, বিচারক মন্ডলী সরকারি মহসিন ডিগ্রি কলেজের অধ্যাপক ড. প্রতাপ কুমার রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, প্রোগ্রাম অফিসার-ওসিসি প্রণব বিশ্বাস।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version