অক্টোবর ১১, ২০২০
শার্শায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় পানিতে ডুবে রেদওয়ান (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বলিদাদাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেদওয়ান ওই গ্রামের টিপু মন্ডলের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলা করছিল শিশু রেদওয়ান। কিছুক্ষণ পরে হঠাৎ রেদওয়ানের মা খেয়াল করে ছেলে উঠানে নেই। অনেক খোঁজা খুজির পর বাড়ির পাশের একটি পুকুরের পানিতে তাকে পাওয়া যায়। এ সময় রেদওয়ানকে পরিবারের লোকজন উদ্ধার করে দ্রæত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য : গত এক সপ্তাহের ব্যবধানে যশোরের শার্শা উপজেলায় পানিতে ডুবে ৩ শিশুর অকাল মৃত্যু হয়েছে। 7,963,693 total views, 6,918 views today |
|
|
|