অক্টোবর ৭, ২০২০
লাঙ্গলঝাড়ায় বিতর্ক প্রতিযোগিতা
লাঙ্গলঝাড়া (কলারোয়া) প্রতিনিধি : কৃষাণ কৃষাণীদের জীবন যাত্রার মান উন্নয়ন বসত বাড়িতে জৈব সার ব্যবহারের মাধ্যমে শাক-সবজি চাষের উপর ছাত্র-ছাত্রীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ অক্টোবর) সকাল ১০ টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠান মৃত্তিকা’র বাস্তবায়নে লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ হল রুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মৃত্তিকা এনজিওর পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে বিচারক ও প্রধান অতিথি ছিলেন লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউপি সচিব আঃ হামিদ কাজী বাচ্চু, হুমায়ারা খাদিজা, মোমিনুর রহমান সবুজ মো. আমিরুল ইসলাম হাফিজুর রহমান শরিফুল ইসলাম প্রমুখ। ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে জৈব সারের পক্ষে ও রাসায়নিক সারের বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে জৈব সারের পক্ষের দলকে প্রথম বিজয়ী ও রাসায়নিক সারের বিপক্ষের দলকে দ্বিতীয় বিজয়ী ঘোষণা হওয়ায় উভয় দলকে ক্রেস্ট পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে শাক-সবজির বীজ ও মাস্ক বিতরণ করা হয়। 8,013,149 total views, 8,049 views today |
|
|
|