নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের ১২ নং মৌতলা ইউপি’র ৪নং ওয়ার্ডের সদস্য নজরুল ইসলামের মোটর সাইকেল চুরি হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বেলা ২ টার দিকে মৌতলা ইউনিয়নের বাবুর হাটখোলা নামক স্থানে এই চুরির ঘটনা ঘটে।
ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, তিনি বুধবার সকাল ১০ টার দিকে নামাজগড় সংলগ্ন বাবুর হাটখোলায় আব্দুল খালেকের চায়ের দোকানে কালো রঙের ১৩৫ সিসি ডিসকভার (রেজিস্ট্রেশন নং-সাতক্ষীরা-ল- ১১-৬২০১) মোটর সাইকেলটি রেখে পাশ^বর্তী ছুন্নত আলীর দোকানে জমিজায়গা সংক্রান্ত শালিস করছিলেন। চা দোকানদার আব্দুল খালেক দুপুরে খাওয়ার জন্য বাড়িতে গেলে অজ্ঞাতনামা চোরেরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। বেলা ২ টার দিকে তিনি মোটর সাইকেল চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে ইউপি সদস্য নজরুল ইসলাম আরও জানান, দুপুরে বৃষ্টি হওয়ায় দু’জন ব্যক্তি আব্দুল খালেকের চায়ের দোকানে অবস্থান নেন। পরবর্তীতে তারা সুযোগ বুঝে তাদের ব্যবহৃত বাইসাইকেল ফেলে রেখে মোটর সাইকেলটি চুরি করে নিয়ে গেছে। চুরির বিষয়টি থানার ডিউটি অফিসারকে অবগত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
মৌতলা ইউপি সদস্যের মোটর সাইকেল চুরি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/