অক্টোবর ১১, ২০২০
মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বেলা ১২টায় মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার রহমান, ডা. কাজী আরিফ আহমেদ, ডা. প্রশান্ত কুমার কুন্ডু, ডা. রুহুল কুদ্দুস, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, অ্যাড. ফারুক হোসেন, অধ্যাপক সালেহা আক্তার প্রমুখ। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচ্য সূচির মধ্যে ছিল গত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারি কালীন স্বাস্থ্য সেবা প্রদান প্রসঙ্গে, জনবল সংকট প্রসঙ্গে, জরুরী বিভাগসহ অন্যান্য বিভাগ পূর্ণাঙ্গভাবে চালুকরণ বিষয়, হাসপাতালের সার্বিক বিষয়ে আলোচনা ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডা. কুদরত-ই খুদা। 8,022,509 total views, 69 views today |
|
|
|