Site icon suprovatsatkhira.com

মুন্সিগঞ্জ-বুড়িগোয়ালীনি রুটে ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠন

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগরের মুন্সিগঞ্জ টু বুড়িগোয়ালীনি ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। বুধবার (০৭ অক্টোবর) সকাল দশটায় এ কমিটি ঘোষণা করা হয়। ইজিবাইক চালক বাবুল হোসেনকে সভাপতি ও মহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মনিরুল ইসলামকে কোষাধ্যক্ষ করে আগামী দুই বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন অনুষ্ঠানে মুন্সীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামি। বিশেষ অতিথি ছিলেন, বুড়িগোয়ালিনী থানার অফিসার ইনচার্জ খান শরিফুল ইসলাম, এসআই মোখলেছুর রহমান, যুবলীগ নেতা মোস্তাহিদ বিল্লাহ সুমন হোসেন, আইয়ুব আলী, মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহŸায়ক আব্দুল্লাহ, বুড়িগোয়ালিনী ইউপি সদস্য আবদুর রউফ, গোলাম মোস্তফা, বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, মুন্সিগঞ্জ সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বকুল, মুন্সিগঞ্জ ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন গাজী, দুই ইউনিয়নের চেয়ারম্যান প্রতিনিধি রাসেল মাহমুদ ও প্রবীর কুমার মন্ডল। সমাজ সেবক ফরিদ হোসেন, রফিকুল ইসলাম সহ ইজিবাইক মালিক সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ গাইন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version