মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাজারে সুন্দরবন রক্তদান সংস্থার উদ্যোগে ফ্রি রক্তের গ্রæপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‘তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে একটি প্রাণ’ ¯েøাগানকে সামনে রেখে বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকল ৭টা থেকে শুরু করে দুপুর ৩টা পর্যন্ত সুন্দরবন রক্তদান সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে। এদিন ২শ’ জনের রক্তের গ্রæপ নির্ণয় করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামি। এ সময় অনুরুদ্ধ, জালাল, মিলন, তুফান, সিদ্দিক, ভবেশ, সনজু, ইউসুফ, রেজাউল, সাহাজনসহ সুন্দরবন রক্তদান সংস্থার আরো অনেকে উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সুন্দরবন রক্তদান সংস্থার সভাপতি হাফিজুর রহমান।