ডেস্ক রিপোর্ট : জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দীন। রবিবার (০৪ অক্টোবর) সকালে পুলিশ লাইন্সের ড্রিলসেডে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ সার্কেলের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুপার মির্জা সালাউদ্দীন সম্প্রতি ডোপ টেস্টের মাধ্যমে মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় এনে মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা রেখেছেন। ফলে সাতক্ষীরা মাদকের কলঙ্ক থেকে কিছুটা হলেও মুক্ত হওয়ায় জেলাবাসীর প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া তিনি প্রায় ৬শ’ টি হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছেন। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)এঁর সভাপতিত্বে অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার সার্কেল) মো. জিয়াউর রহমান, দেবহাটা সার্কেলের সিনিয়র এএসপি ইয়াছিন আলী, তালা সার্কেলের সিনিয়র এএসপি হুমায়ুন কবির, ডিএসবি সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, ডিবির ওসি ইয়াছিন আলম চৌধুরী, ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত টিআই হাসান মল্লিক সহ সকল থাকার অফিসার ইনচার্জ অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন।
মির্জা সালাউদ্দীন সাতক্ষীরার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/