Site icon suprovatsatkhira.com

বড়দলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

বড়দল (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বস্তাজাত পণ্যে পাটজাত দ্রব্যের ব্যবহার বাধ্যতামূলক আইন ২০১০ এর আওতায় চটের বস্তা ব্যবহার না করায় মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে জরিমানা করেন। এ সময় গোয়ালডাঙ্গা বাজারের তিসা চাউল ভান্ডারের মালিক কওছার গাজীর ছেলে কামাল হোসেনকে ১শ’ টাকা এবং জিবা অটো রাইস মিলের মালিক সাইফুল ইসলামকে ১শ’ টাকা জরিমানা করা হয়। এ সময় অফিস সহকারী মোস্তাফিজুর রহমান সহ গোয়ালডাঙ্গা বাজারের স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version