ডেস্ক রিপোর্ট : সদর উপজেলার বল্লী ইউনিয়নে প্রতিবন্ধীতা বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ অক্টোবর) সকাল থেকে ইউনিয়ন পরিষদের হল রুমে ডিজএবল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে। ওয়াল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় ও অস্ট্রেলিয়ান এইড এর আর্থিক সহায়তায় ‘‘অ্যাকসেসেবল ওয়াশ ফিউসার্চ ইউজিং ইউনির্ভাসেল ডিজাইন’’ এর উপর দিনব্যাপী এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বল্লী ইউপি চেয়ারম্যন মো. বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার উপজেলা সমাজ সেবা অফিসার শেখ শহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার শিক্ষা অফিসার বাসুদেব কুমার সানা, ওয়াল্ড ভিশন সাতক্ষীরা সমতা প্রকল্পের জেলা সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার, প্রোগ্রাম অফিসার রাবেয়া বশরী রায়না, ডিআরআরএর সমতা প্রকল্পের ডিআইটি নীলোৎপল মন্ডল, এডিআইএফ আক্তারুল ইসলাম, একাউন্টস অফিসার মোস্তাফিজুর রহমান। ডিআইএফ মো: সিরাজুল ইসলামের পরিচালনায় ওরিয়েন্টেশনে ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, সদস্যা, ইউপি সচিব, প্রতিবন্ধী ব্যক্তি ও সিবিও সদস্য সহ সর্বমোট ২০ জন্য স্বত:স্ফ‚র্তভাবে অংশগ্রহণ করেন। ওরিয়েন্টেশন শেষে ১২নং বল্লী ইউনিয়নের প্রতিবন্ধী সংগঠনের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন ও সেবার লক্ষে ইউপি চেয়ারম্যানের হাতে ২০২০-২০২১ সালের বরাদ্দকৃত বাজেট ও স্মারকলিপি প্রদান করা হয়।
বল্লীতে প্রতিবন্ধীতা বিষয়ক ওরিয়েন্টেশন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/