অক্টোবর ১, ২০২০
প্রধান মন্ত্রীর বিশেষ বরাদ্ধের টাকা হজম: ধরা খেলেন জয়নগরের জয়দেব মেম্বার
মাজহারুল ইসলাম : ‘সরকারী টাকায় ঘর করে দেয়ার নাম করে জয়দেব মেম্বার টাকা মেরে খেয়েছে। সে শুধু সরকারী টাকা না গরীবের খাবারেও ভাগ বসায় এটাই তার প্রমান। সাতক্ষীরার ডিসি সৎ মানুষ। তিনি তদন্ত করতে না পাঠালে জয়দেব মেম্বারের দূর্নীতি ধরাও পড়ত না, আমার মতো গরীবের কপালে ঘরও জুটত না’। বৃহস্পতিবার সাংবাদিকদের এভাবেই কথাগুলো বলেন কলারোয়া উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের গৃহহীন অতি দরিদ্র নেপাল দাস। 7,988,126 total views, 4,396 views today |
|
|
|