Site icon suprovatsatkhira.com

প্রতিবন্ধী শিশু ঘুড়ির উপর পড়ে পিটুনি খেয়ে হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি : দেবহাটার পারুলিয়ায় ঘুড়ি বানানো দেখতে গিয়ে এক ব্যক্তির হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রতিবন্ধী শিশু মাহি। আহত প্রতিবন্ধী শিশু উত্তর কোমরপুর গ্রামের ইমরান হোসেনের ছেলে বাক-প্রতিবন্ধী ফাতিন হাসনাত মাহি। আহত বাক-প্রতিবন্ধীর স্বজনরা জানান, মাহি তার খালার বাড়ি পারুলিয়ায় থাকে। প্রতিদিনের ন্যায় প্রতিবেশী দক্ষিণ পারুলিয়া গ্রামের লন্ডি মান্দারের নাতির সাথে খেলা করতে যায়। এ সময় লন্ডি মান্দারের নাতি ঘুড়ি তৈরি করছিল। এক পর্যয়ে বাক-প্রতিবন্ধী মাহি ঘুড়ির উপর পড়ে যায়। ঘুড়ির উপর পড়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে মান্দার এসে কুঞ্চির লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। বাক-প্রতিবন্ধী শিশুটি খালার বাড়িতে যেয়ে অসুস্থ হয়ে পড়ে। তার স্বজনরা শিশুটির গায়ে অনেকগুলো দাগের চিহ্ন দেখতে পায় । এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যায়। বর্তমান শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে দক্ষিণ পারুলিয়া গ্রামের মান্দারের ছেলে নুর আহম্মেদ ঘটনার সত্যতা শিকার করে জানান, ‘মাহি আমাদের বাড়িতে এসে বিরক্ত করায় আমার বাবা তাকে একটু মেরেছে’। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, এ বিষয়ে এখনও অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
error
fb-share-icon
Exit mobile version