ডেস্ক রিপোর্ট : প্রতারণার অভিযোগে ৩ নারীসহ ৪ দালাল ও ২ খদ্দেরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেলে শহরের মিল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। শুক্রবার (০২ অক্টোবর) বেলা ১২টায় সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দীন সাংবাদিকদের সাথে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ‘ গত ১ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর থানা পুলিশ গোপন সংবাদে জানতে পারেন শহরের মিল বাজার এলাকায় ৩ জন পতিতা তাদের ৪ দালালদের মাধ্যমে ২জন খদ্দের নিয়ে পতিতা বৃত্তির উদ্দেশ্যে মাগুরা এলাকার সাইফুল ইসলামের বাড়িতে অবস্থান করছেন। উক্ত সংবাদের ভিত্তিতে কাটিয়া ফাঁড়ির ইনচার্জ টিএসআই শেখ আজাদুল ইসলাম, এ এস আই শেখ মোস্তাক আহম্মদসহ তাদের সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। উক্ত পতিতারা মোবাইলের পরিচয়ের মাধ্যমে এবং তাদের দালালদের মাধ্যমে খরিদ্দার সংগ্রহ করে সুবিধা মত স্থানে আটক করে বিকাশ, রকেট এবং অন্যান্য ভাবে দীর্ঘদিন যাবৎ অর্থ হাতিয়ে নিচ্ছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ২০১২ সালের মানব পাচার ও প্রতিরোধ দমন আইনে ১২(১)১৩/৮ধারায় মামলায় দায়ের করেন। যার নং ০৪। এসময় তাদের কাছ থেকে ১৮ হাজার ১০০ নগদ টাকা উদ্ধার করা হয়’। প্রেস ব্রিফিংয়ের তথ্য মতে আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার আব্দুল হান্নান মোল্লার পুত্র রাজু মোল্লা, মাগুরা গ্রামের সাইফুল ইসলামের পুত্র দেলোয়ার হোসেন, একই এলাকার মৃত. ছাকার আলী কচির পুত্র সাইফুল ইসলাম, আফসার সরদারের পুত্র আবু বক্কার সিদ্দিক শুভ, গরবদাড়ী গ্রামের শহিদুল ইসলামের পুত্র আমিনুল ইসলাম, বরিশাল কোতয়ালীর কালিবাড়ী গ্রামের নিখিল নন্দির পুত্র ব্র্যাকের অফিসার মিঠুন নন্দি, সাতক্ষীরা সদরের বেতলা গ্রামের জনি সরদারের স্ত্রী রুমা খাতুন উরফে ইতি, আশাশুনি কুন্দুরিয়ার মৃত ইসমাইল গাজীর স্ত্রী খালেদা আক্তার মিতা, মাগুরার দেলোয়ার হোসেন সোহানের স্ত্রীর সাদিয়া সুলতানা। প্রেস বিফ্রিংয়ে তিনি আরও জানান , ‘সাতক্ষীরায় পতিতাবৃত্তি বন্ধ করতে এই প্রথম পতিতা এবং দালালদের বিরুদ্ধে উক্ত ধারায় মামলা দেওয়া হয়েছে। যাতে তারা এ ধরনের পেশা থেকে দুরে থাকে’। প্রেস ব্রিফিংকালে সদর থানার ভারপ্রাপ্ত আসাদুজ্জামানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতারণার ফাঁদ সৃষ্টির অভিযোগে নারীসহ আটক-৯
https://www.facebook.com/dailysuprovatsatkhira/